রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ) এ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি | - চাকরি বাড়ি

Breaking

চাকরি বাড়ি

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Thursday, June 13, 2019

রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ) এ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি |

রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ) এ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি | 

চাকরির বর্ণনাঃ
জাতীয় উন্নয়ন সংস্থা আরডিএফ সংস্থার মাইক্রোফাইন্যান্স কার্যক্রম পরিচালনার নিমিত্তে নিম্নে উলেৱখিত পদে সৎ, আত্মবিশ্বাসী, পরিশ্রমী এবং প্রতিশ্র্বতিশীল কর্মকর্তা/কর্মী আবশ্যক; যাদেরকে নিম্নে বর্ণিত বেতন স্কেলে নিয়োগ প্রদান করা হবেঃ
পদ সমুহঃ
অন্যান্য সুবিধাদিঃ ০১, ০২ ও ০৩ নম্বর পদের জন্য টিএ, মোবাইল বিল এবং সকল পদের জন্য পিএফ, কর্মী কল্যাণ তহবিল ও চাকুরী স্থায়ী হবার এক (০১) বছর পর হতে মূল বেতনের সমপরিমান দুই (০২) টি উৎসব ভাতা প্রদান করা হবে।
বি দ্রঃ   ক) ০১, ০২ ও ০৩ নং পদের জন্য মটরসাইকেল এবং ০৪ ও ০৫ নং পদের  কর্মীদের বাইসাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে।
খ) নারী ও শিশু নির্যাতনের দায়ে অভিযুক্ত কোন ব্যক্তির আবেদন করার প্রয়োজন নাই।
গ) বাংলাদেশের যে কোন জেলায় চাকুরী করার মানসিকতা থাকতে হবে।
ঘ) কোন প্রকার তদবীর প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।
আবেদন করার প্রক্রিয়াঃ
শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্রের অনুলিপি, সদ্যতোলা ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি, জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি, জন্ম সনদের সত্যায়িত ফটোকপি, সর্বশেষ পরীক্ষার ছবিসহ রেজিষ্ট্রেশন কার্ড, অভিজ্ঞতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে) এবং যোগাযোগের জন্য মোবাইল/টেলিফোন নম্বরসহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সম্বলিত স্বহস্তে লিখিত আবেদন পত্র বিভাগীয় প্রধান, মানব সম্পদ উন্নয়ণবিভাগ, রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ), প্রধান কার্যালয়, আরডিএফ ভবন, বাড়ী# ২১, রোড# ১২, পিসিকালচার হাউজিংসোসাইটি, ব্লক-খ, আদাবর, ঢাকা-১২০৭ অথবা আরডিএফ টাওয়ার,পুলিশ লাইন সড়ক, বরগুনা বরাবরে আগামী ২০/০৬/২০১৯ ইং তারিখের মধ্যে ডাক/কুরিয়ার যোগে পাঠাতে হবে। মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র সাথে আনতে হবে।

প্রতিদিনের চাকরির খবর গুলো ফেসবুকে পেতে জয়েন করুন আমাদের গ্রুপে ।

No comments:

Post a Comment

Post Top Ad